ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খাগড়াছড়িতে হরতাল চলছে

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৪:৪৮ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৭

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে খাগড়াছড়ি জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি আজ সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে।

 

সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে খাগড়াছড়ি জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আবদুল হান্নান।

হরতালের কারণে জেলা সদর থেকে ঢাকা ও চট্টগ্রামসহ দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে আভ্যন্তরীণ সড়কে সব ধরনের যান চলাচল। হরতালের কারণে জেলা ও উপজেলার সকল হাট বাজারের সব ধরনের দোকানপাট ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/জেআইএম

আরও পড়ুন