ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হার্ডিঞ্জ ব্রিজের নিচে যুবকের মরদেহ

ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ০৪:৫৭ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৭

ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ১ নম্বর পিলারের নিচ থেকে সোমবার সকালে অজ্ঞাত (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবকের পরণে প্যান্ট ও কালো রঙের গেঞ্জি আছে। তার মাথায় আঘাতের ব্যাপক চিহ্ন রয়েছে। খুন করে তাকে এখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুবকের বাড়ি অন্য এলাকাতেও হতে পারে।

পাকশী হার্ডিঞ্জ ব্রিজের পুলিশ ফাঁড়ির মাত্র একশ গজের মধ্যেই এ ঘটনা ঘটেছে। তবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। ঈশ্বরদী থানার পুলিশ কন্ট্রোলরুম মরদেহ উদ্ধারের সত্যতা স্বীকার করেছে।

আলাউদ্দিন আহমেদ/এফএ/জেআইএম

আরও পড়ুন