ইউপিডিএফের ৩ কর্মী খুন : দায় অস্বীকার জেএসএসের
রাঙামাটির লংগদুতে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর তিন কর্মীর খুনের দায় জনসংহতি সমিতি (জেএসএস) নেবে না বলে জানিয়েছে সংগঠনটির সহ-সভাপতি ও স্থানীয় সাংসদ উষাতন তালুকদার। রোববার টেলিফোনে জাগো নিউজকে একথা বলেন তিনি।
জাগো নিউজের ঢাকা অফিস থেকে টেলিফোনে কথা হয় উষাতন তালুকদারের সঙ্গে। খুনের ঘটনায় নিরপেক্ষ তদন্তে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
উষাতন তালুকদার বলেন, ইউপিডি দাবি করেছে জনসংহতি সমিতি এর সঙ্গে জড়িত। তারা তথ্য প্রমাণ দিক। কোন প্রমাণের ভিত্তিতে তারা এটি বলছে আমি জানি না। তবে আমি বলতে পারি, আমাদের সংগঠন এই খুনের সঙ্গে কোন ভাবেই জড়িত নয়।
তিনি বলেন, স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে আইন মোতাবেক ব্যবস্থা নেবে। সাংসদ হিসেবে আমি এটি বলতে পারি।
প্রসঙ্গত, রোববার ভোর ৬টার দিকে লংগদু উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ভাইবোনছড়ার হাড়িকাটায় ঘটনাটি ঘটেছে। দুর্বৃত্তদের গুলিতে নিহত ৩ ইউপিডিএফ কর্মী হলেন, ভাইবোনছড়ার বাসিন্দা ফুলমণি চাকমার ছেলে যুদ্ধমনি চাকমা ওরফে অনিক (৩০), বড় কাট্টলীর বাসিন্দা রুস্তম চাকমার ছেলে রুপময় চাকমা ওরফে সুজয় (২৮) ও নানিয়ারচরের সাবেক্ষং ইউনিয়নের ছোট করল্যাছড়ির বাসিন্দা নারায়ণ চাকমার চেলে সুমন চাকমা (৩৫)।
# ইউপিডিএফের ৩ কর্মীকে গুলি করে হত্যা
এসএ/এআরএস/এমএস