ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে ওষুধ ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

প্রকাশিত: ০৯:৪৩ এএম, ১৪ জুন ২০১৫

রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত দুইটি ওষুধের দোকানে জরিমানা ও অনুমোদনহীন ওষুধ জব্দের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন ওষুধ ব্যবসায়ীরা। রোববার দুপুর ১২টায় শহরের মেডিসিন স্টোর ও অঞ্জণ হোমিও হলে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জীতেন্দ্র কুমার নাথ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেডিসিন স্টোরের মালিক আবু সাঈদকে এক লাখ টাকা, দোকান কর্মচারী টগরকে সরকারি কাজে বাধা প্রদানে ৫০০ টাকা এবং অঞ্জণ হোমিও হলের মালিক অঞ্জণ কুমার পালকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দোকানগুলো থেকে মেয়াদ উত্তীর্ণ ভারতীয় যৌন ওষধ জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায়  ক্ষুব্ধ হয়ে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ব্যবসায়ীরা। তারা অনির্দিষ্টকালের জন্য জেলার পৌর এলাকার ১০০ এবং ৫ উপজেলার ৩ শত ওষধের দোকান বন্ধ ঘোষণা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জীতেন্দ্র নাথ জানান, ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনের ৫১ ও ৫২ ধারায় মেয়াদ উত্তীর্ণ ওষধ জব্দের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মেডিসিন স্টোরকে এক লাখ টাকা, দোকান কর্মচারী টগরকে সরকারি কাজে বাধা প্রদান করায় ৫০০ টাকা এবং অঞ্জণ হোমিও হলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ওষধ জব্দে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।

রুবেলুর রহমান/এআরএ/আরআই