ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সীগঞ্জে মিলে অগ্নিকাণ্ডে নিহত ৬, ঘটনা তদন্তে কমিটি

জেলা প্রতিনিধি | মুন্সীগঞ্জ | প্রকাশিত: ০১:০০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৭

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরমুক্তারপুর এলাকায় আইডিয়াল টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় নারী-পুরুষসহ ছয় শ্রমিক নিহত হয়েছেন। চার ঘণ্টা উদ্ধারকাজ চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পরে ছয় শ্রমিকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।

বুধবার সকাল ১০টার দিকে চরমুক্তারপুর আইডিয়াল টেক্সটাইল মিলের পাঁচতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ দুটি ও নারায়ণগঞ্জের দুটি ইউনিটি মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

অগ্নিকাণ্ডের সময় চতুর্থ ও ৫ম তলায় বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়ে। এদের মধ্যে ছয় শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে মুন্সীগঞ্জ সদর হাসপাতাল থেকে দুটি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নিহত শ্রমিকরা হলেন চুয়াডাঙ্গা জেলার রহিম বক্সের ছেলে ইস্রাফিল (২৩) সিরাজগঞ্জ জেলার সাহাদাতগঞ্জের আমির হামজার ছেলে নাজমুল (২২) সিরাজগঞ্জ জেলা বড় মাথা থানার হানিফ বেপারীর ছেলে বাবু মিয়া (২২), ঝিনাইদাহের কালিগঞ্জ থানার মৃত সাহেদ আলীর ছেলে সজিব (২৩), মানিকগঞ্জ জেলা ঘিওর থানার কলিমউদ্দিনের ছেলে রতন মিয়া (২২) এবং বরগুনার জেলার বাবনা থানা চারাখালি গ্রামের রশিদের স্ত্রী করখানার বাবুর্চি হাসিনা (৫০)।

এ ঘটনার পরপরই জেলা প্রশাসক সায়লা ফারজানা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জেলা প্রশাসকের নির্দেশে আইডিয়াল টেক্সটাইল মিলের জিএম ক্ষিদির শর্মাসহ ৬ জন কর্মকর্তাকে আটক করা হয়েছে।

munshiganj

অপর দিকে জেলা প্রশাসক নিহত শ্রমিকদের দাফন কারার জন্য প্রত্যেক নিহত শ্রমিকের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে বলে ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শওকত আলম মজুমদারের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে ওই মিলের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা হবে। ৬ শ্রমিকের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে জেলা প্রশাসনের সহায়তায় পৌঁছে দেয়া হবে।

এদিকে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডেপুটি ডিরেক্টর দেবাশিষ বর্ধন জানান, ফায়ার সার্ভিসের একাধিক টিম উদ্ধার অভিযানে কাজ করেছে। মুন্সীগঞ্জের ২টি ইউনিট ও নারায়নগঞ্জের ২টি ইউনিট কাজ করেছে। বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখান থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিচতলায় ওয়াল্ডিংয়ের কাজ করতে গিয়ে আগুনের ফুলকি গিয়ে গোডাউন কেমিকেল পদার্থের ওপর লাগলে মুহূর্তের মধ্যে পুরো ভবনের আগুন ছড়িয়ে পড়ে।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমএস

আরও পড়ুন