ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কর্মী হত্যার প্রতিবাদে মঙ্গলবার ইউপিডিএফের সড়ক অবরোধ

প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১৪ জুন ২০১৫

তিন কর্মীকে হত্যার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে রাঙামাটি সদরের কুতুবছড়ি বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। রোববার দুপুরে এ বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সমাবেশ থেকে আগামী মঙ্গলবার রাঙামাটি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌ-পথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এছাড়া এ ঘটনার প্রতিবাদে নানিয়ারচর ও কাউখালী উপজেলাতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ১টায় কুতুবছড়ির বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয় গেট থেকে একটি মিছিল শুরু হয়ে কুতুুবছড়ি বাজার প্রদক্ষিণ করে ইউপিডিএফ জেলা কার্যালয়ের সামনে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি বাবলু চাকমা ও সাধারণ সম্পাদক অনিল চাকমা প্রমুখ।

সমাবেশে বক্তারা যুদ্ধমণি, রূপময়, সুমন চাকমাকে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। তারা সন্তু লারমাকে ভ্রাতিঘাতি সংঘাত পরিহার করে জনগণের মুক্তির জন্য অধিকারে প্রতিষ্ঠার সংগ্রামে যোগ দিতে আহ্বান জানান।

সমাবেশ থেকে ইউপিডিএফের তিন কর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ১৬ জুন মঙ্গলবার রাঙামাটি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেওয়া হয়। অবরোধ কর্মসূচিতে সহযোগিতা করতে সব প্রকার যানবাহন মালিক সমিতি ও চালক সমিতিকে অনুরোধ করা হয়েছে।

সুশীল চাকমা/এআরএ/আরআই