ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইলিশ মাছ আনতে গিয়ে প্রাণ গেল মামা-ভাগ্নের

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৬:৫১ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৭

নওগাঁয় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে শহরের বাইপাস বরুনকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটি উল্টে পাশের ডোবার মধ্যে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা করছে নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

নিহতরা হলেন সদর উপজেলার বরুনকান্দি এলাকার আব্দুল জব্বারের ছেলে অ্যাডভোকেট সোহেল রানা (৩৫) ও ইকড়তাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ব্যাংকার মাসুদ রানা (৩৪)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ মোটর মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলামের এসপি ট্রাভেলস ‘ঢাকা-মেট্রো-ব-১১-১০৮৭’ বাসযাত্রী নিয়ে সকালে চট্টগ্রাম থেকে এসেছে। বাসটি শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে সকাল ১০টার দিকে শহরের বাইপাস বরুনকান্দী এলাকায় পরিষ্কারের জন্য বাসের হেলপার নিয়ে যাচ্ছিলেন।

অপরদিকে ইকড়তাড়া গ্রাম মোটরসাইকেল নিয়ে মামা অ্যাডভোকেট সোহেল রানা ও বগুড়া জেলার যমুনা ব্যাংক শাখায় কর্মরত ব্যাংকার ভাগ্নে মাসুদ রানা বরুনকান্দী আসছিলেন। সোহেল রানা মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং মাসুদ রানা পেছনে বসে ছিলেন। বরুনকান্দী এক আত্মীয়ের বাড়িতে ফ্রিজে ইলিশ মাছ রাখা ছিল। তা নেয়ার জন্যই মূলত তারা মোটরসাইকেলে আসছিলেন।

দ্রুতগতিতে আসা ওই বাসটি পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে রাস্তার ওপর একটি গরুকে বাঁচাতে গিয়ে ডান পাশে চাপিয়ে দেয়। এতে বিপরীত দিক থেকে আসা ডান পাশের মোটরসাইকেলসহ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবার মধ্যে উল্টে পড়ে যায়। বাসচালক এ সময় পালিয়ে যায়।

দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা করছেন নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ স্থানীয়রা। বাসের নিচ থেকে মামা-ভাগ্নের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাসটি উদ্ধার করা সম্ভব হয়নি।

নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

আব্বাস আলী/আরএআর/এমএস