ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পরিবার পরিকল্পনা অফিসের স্টোর রুমে আনসার সদস্যের মরদেহ

সাভার (ঢাকা) | প্রকাশিত: ০৫:৫৯ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৭

সাভার উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের স্টোর রুমের ভেতর থেকে অফিসের আনসার সদস্য সিরাজুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে তিনি আত্মহত্যা করেছেন।

রোববার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত সিরাজুল ইসলাম (২৩) সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার চড়ছালিমাবাদ এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের প্রধান মেজবাহ উদ্দিন জানান, দীর্ঘ দিন ধরে সিরাজুল ইসলাম এবং সায়েদ মিয়া নামের দুই আনসার সদস্য পরিবার পরিকল্পনা অফিসে দায়িত্বরত ছিলেন। গত ১০ দিন আগে সাইদ মিয়া ছুটিতে গেলে সিরাজুল ইসলাম একাই দায়িত্বে থাকেন।

একা দায়িত্বপালনকালে আজ ভোরে সিরাজুল ইসলামের কোনো সাড়াশব্দ পাওয়া না যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশ প্রহরী স্টোর রুমের কাছে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ পান। তিনি অনেক ডাকাডাকি করলে সিরাজুল কোনো সাড়া না দিলে সংশ্লিষ্ট সবাইকে অবগত করেন। পরে পুলিশ স্টোর রুমের ভেতর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় সিরাজুলের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।

পরবর্তীতে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা সিরাজুল আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

আল-মামুন/এফএ/পিআর

আরও পড়ুন