ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে জামায়াতের সেক্রেটারিসহ ৩ নেতা কারাগারে

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ১১:১৫ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৭

হত্যাসহ নাশকতার একাধিক মামলার আসামি লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি মফিজুল ইসলামসহ তিন নেতার জামিন নামঞ্জুর করেছে আদালত।

রোববার দুপুরে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারজানা আক্তারের আদালত পৃথক এ আদেশ দেন। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, হত্যাসহ নাশকতার ৫ মামলার আসামি মফিজুল ইসলাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন।

এ সময় আদালত জমিন নামঞ্জুর করেন। এরপর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অন্য নাশকতার মামলায় ওই জামায়াত নেতা মো. মাসরু ও রহমত উল্যাহ জামিন চান। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কাজল কায়েস/এএম/জেআইএম