ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিয়ে করতে প্রেমিকের অস্বীকৃতি : দুই সন্তানের জননীর আত্মহত্যা

প্রকাশিত: ১২:৩২ পিএম, ১৫ জুন ২০১৫

বিয়ে করতে প্রেমিকের অস্বীকৃতির কারণে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ওমিকা বেওয়া (৩০) নামে দুই সন্তানের জননী বিষপান করে আত্মহত্যা করেছেন। গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান। এর আগে ফুলছড়ি উপজেলার চরবাজের নিজবাড়িতে ভোর রাতে বিষপান করে অসুস্থ হয়ে পড়েন তিনি। ওমিকা বেওয়া ওই গ্রামের মৃত মকু মিয়ার স্ত্রী ও একই গ্রামের মৃত আছমত আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, সোমবার ভোর রাতে নিজ বাড়িতে বিষপান করে অসুস্থ হয়ে পড়েন ওমিকা বেওয়া। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।

ওমিকার মা আছিয়া বেগমের অভিযোগ, বিয়ের পর ওমিকার সংসারে দুই সন্তানের জন্ম হয়। এক বছর আগে হঠাৎ করে তার স্বামী মকু মিয়া মারা যান। এরপর থেকে একই গ্রামের আব্দুল মতিনের ছেলে মাহফিজুর রহমান বিভিন্ন সময় ওমেকাকে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমের নামে যৌন হয়রানী করে আসছিল। রোববার রাতে ওমেকা মাহফিজুরকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু মাহফিজুর বিয়ে করতে অস্বীকৃতি জানালে ওমিকা আত্মহত্যার পথ বেছে নেয়।

ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ওমিকার মা আছিয়া বেওয়া বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি মামলা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অমিত দাশ/এসএস/আরআই