বাগেরহাটে গৃহবধূর মরদেহ উদ্ধার
বাগেরহাটের চিতলমারীতে লিপিকিা কীর্ত্তুনিয়া (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার লক্ষীপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। লিপিকা কীর্ত্তুনীয়া চিতলমারী উপজেলার লক্ষীপুর গ্রামের সুদেব কীর্ত্তুনিয়ার স্ত্রী।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লিপিকা কীর্ত্তুনীয়া রাতের কোনো এক সময় গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। লিপিকা পারিবারিক কলোহের জেরে গলায় রশি দিয়ে ঘরের মধ্যে আত্মহত্যা করেছে বলে দাবি লিপিকার স্বামী ও শশুর বাড়ির লোকজনের। কিন্তু তার বাবার অভিযোগ তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে।
চিতলমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. রবিউল ইসলাম জানান, নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শওকত আলী বাবু/এআরএ/আরআই