ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে পেট্রলবোমা ও ককটেলসহ ছাত্রদল নেতা গ্রেফতার

প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১৫ জুন ২০১৫

ফরিদপুরে পেট্রলবোমা ও ককটেলসহ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার ওরফে খোকন (৩৯)কে গ্রেফতার করা হয়েছেন। এসময় তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। রোববার রাত ৩টা ২০ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকা থেকে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সাবেক ছাত্রদল নেতা আনিসুর রহমান তালুকদার মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ডাসার পশ্চিম খানজুরি গ্রামের ইসহাক তালুকদারের ছেলে। অপর দুইজন হলেন, ঢাকার গেন্ডারিয়া এলাকার শামসুল হক ভুঁইয়ার ছেলে মো.আলী ভুঁইয়া (২৮) ও খুলনা সোনাডাঙ্গা এলাকার শাহবুদ্দীন গাজীর ছেলে সোহাগ গাজী (২৭)।

ফরিদপুর র‌্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. খালেদউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। ঢাকা-খুলনা মহাসড়কের তেঁতুলতলা এলাকার ফুড ভিলেজের পশ্চিম পাশে থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৫টি পেট্রলবোমা ও ২৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে আটটি মুঠোফোন, ১০টি সিম ও পাঁচ হাজার ৭৯৫ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাবের খালেদুজ্জামান আরো জানান, আনিসুর রহমান তালুকদারের বিরুদ্ধে গত ৮ মার্চ ঢাকার সূত্রাপুর থানা এবং একই তারিখে ঢাকার পল্টন থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে। তিনি বলেন, এ ঘটনার পর থেকে আনিসুর রহমান পলাতক ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো.আমিনুজ্জামান বলেন, এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে আনিসুর রহমানসহ তিনজনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের মঙ্গলবার জেলার মূখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হবে।

এসএস/আরআই