ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছেলেকে পুলিশে দিলেন বাবা

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৭

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মাদকসেবী ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক বাবা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকসেবী ওই ছেলেকে তিন মাসের কারাদণ্ডদেশ দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুবর্ণা রানী সাহা জানিয়েছেন মঙ্গলবার দুপুরে আব্দুর রাজ্জাক (৩০) নামে এক মাদকসেবী ছেলেকে তার বাবা শহিদুল ইসলাম মাদক সেবনের কারণে মিরপুর থানা পুলিশে সোপর্দ করেন।

পরে মাদক সেবনের প্রমাণ মেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকসেবী যুবক আব্দুর রাজ্জাককে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

রাজ্জাকের বাবা শহিদুল ইসলাম বলেন, ছেলে আব্দুর রাজ্জাক প্রায়ই গাঁজাসেবন করে বাড়িতে খারাপ আচরণ করত। পরিবারের লোকজন ছেলের এমন আচরণে অতিষ্ঠ। কোনো অবস্থাতে তাকে ফেরাতে না পেরে বাধ্য হয়েই তাকে পুলিশে সোপর্দ করেছি। জেল খেটে যদি আমার ছেলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তাতেই মঙ্গল।

আল-মামুন সাগর/এএম/আইআই