ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ যুবক আটক

প্রকাশিত: ০৭:২২ এএম, ১৬ জুন ২০১৫

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুর থেকে সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক যুবকের নাম অসিম ওরফে মমিনুল (১৯)। সে জেলার গোমস্তাপুর উপজেলার নিমতলা গ্রামের আনারুল ইসলামের ছেলে।
 
র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ শফিকুল ইসলাম মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত দশটার দিকে দ্বারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে অসিমকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
 
এসএস/এমএস