লক্ষ্মীপুরে অপহরণের ৩ দিন পর স্কুলছাত্রী উদ্ধার
প্রতীকী ছবি
লক্ষ্মীপুরের রায়পুরে অপহরণের ৩ দিন পর অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জালাল আহম্মদ সবুজ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। গত সোমবার রাতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদুখিয়া ইউনিয়নের এলকাসপুর গ্রামে অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার ও জালালকে গ্রেফতার করা হয়।
অপহৃত ছাত্রী রায়পুর উপজেলার আরএন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। গ্রেফতারকৃত জালাল ফরিদগঞ্জের একলাসপুর গ্রামের আবদুল মাবুদ পাটোয়ারীর ছেলে।
পুলিশ জানায়, গত ১৩ জুন ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে জোরপূর্বক অস্ত্রের মুখে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় জালাল ও তার সহযোগীরা। পরদিন ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি অপহণ মামলা দায়ের করেন।
রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মালেক জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি জালালকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে।
কাজল কায়েস/এমজেড/এমএস