বগুড়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
বগুড়া সদর উপজেলার দশটিকা এলাকা থেকে অজ্ঞাত (৩৫) পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১২টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া-নামুজা সড়কের পাশের একটি জঙ্গলে অজ্ঞাত ওই যুবকের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত যুবকের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে সুযোগ বুঝে রাতের আঁধারে এখানে মরদেহ ফেলে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়ের করার প্রস্তুতি চলেছে।
লিমন বাসার/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন