ঈশ্বরদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর সরদারপাড়া গ্রাম থেকে আকলিমা বেগম (৩৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে ঈশ্বরদী থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করে। নিহত গৃহবধূ ওই গ্রামের মাহাবুল বিশ্বাসের স্ত্রী।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সামাদ জানান, আকলিমার স্বামী মাহাবুল বিশ্বাস ঢাকায় চাকরি করেন। আকলিমা একা বাড়িতে থাকা অবস্থায় ওই দিন বিকালে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যে কোন কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এদিকে মামলার বাদী নিহত আকলিমার ভাই রব্বানী জানান, ওই দিন সকালে আকলিমার সঙ্গে তার শাশুড়ি ও ননদের ঝগড়া বাধে। বিকালে আকলিমার মৃত্যুর সংবাদ পাওয়া যায়। মৃত্যুর পর থেকে আকলিমার শাশুড়ি ও ননদ পলাতক রয়েছে। এ বিষয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আলাউদ্দিন আহমেদ/এসএস/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তাহাজ্জুদের পর একটি দল ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে
- ২ ভোটের দিন কোনো চিল ছোঁ মেরে ভোট নিয়ে যাবে তা হবে না
- ৩ দিল্লিতে অফিস খুলে হাসিনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন
- ৪ মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান, বিপুল সমাগমের আশা
- ৫ আজ মুক্তি মিলছে না সাদ্দামের, জামিনের চিঠি যশোর কারাগারে আসেনি