ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পটুয়াখালীতে বজ্রপাতে দুই জেলে নিহত

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭

পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে দুই জেলে নিহত হয়েছেন। এতে আরও তিন জেলে আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামনাবাদ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার চম্পাপুর ইউনিয়নের বাচ্চু মুন্সী (৩৫) ও বাহাদুর মৃধা (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে আবহাওয়া পরিবর্তন হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় বাচ্চু মুন্সি, বাহাদুর মৃধা, হেলাল মৃধা, বেলাল মৃধা ও মিজানুর খাঁ রামনাবাদ নদীর মোহনা সংলগ্ন নদীতে মাছ ধরছিলেন। বজ্রপাতের সময় বাচ্চু মুন্সি ও বাহাদুর মৃধা ঘটনাস্থলেই মারা যান।

এছাড়া গোলখালী ইউনিয়নের নলুয়াবগী গ্রামের হেলাল মৃধা, বেলাল মৃধা ও মিজানুর খাঁ গুরুতর আহত হয়েছেন। আহতদের পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্ম কর্তকর্তা তানভীর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুই ব্যক্তির পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/জেআইএম