ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্থলপথে ভারতগামী যাত্রীদের ঢল

আজিজুল সঞ্চয় | আগরতলা থেকে | প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর চেকপোস্ট দিয়ে ভারতগামী যাত্রীদের ঢল নেমেছে। হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষেই যাত্রীদের এ ঢল। দুর্গাপূজায় অন্য এক ভারত দেখতে যেন দল বেঁধে ছুটছেন সবাই। অতিরিক্ত যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তা-কর্মচারীদের। তাছাড়া যাত্রীদেরও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে আখাউড়া স্থল শুল্ক স্টেশনে গিয়ে দেখা যায়, ভ্রমণ কর দেয়ার জন্য দেড় শতাধিক যাত্রী স্টেশনের ভেতরে ও বাইরে অপেক্ষা করছেন। যাত্রীদের উপচে পড়া ভিড়ের কারণে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের কর নেয়ার জন্য স্বাভাবিকের চেয়েও বেশি সময় লাগছে। যাত্রীদের চাপে একটু দম ফেলারও ফুরসত পাচ্ছেন না তারা। এছাড়া দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কর দিতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদেরও।

india

পরিবার নিয়ে পূজা দেখতে ভারতের আগরতলা যাওয়া বাংলাদেশি যাত্রী জনি মল্লিক জাগো নিউজকে জানান, বউ-বাচ্চা নিয়ে পূজা দেখতে যাচ্ছি। ভ্রমণ কর দিতে এসে দেখি দীর্ঘ লাইন। দুই ঘণ্টা লেগেছ ভ্রমণ কর ও ইমিগ্রেশন থেকে প্রস্থানের সিল মোহর নিতে।

দীপক নামে আরেক যাত্রী জানান, আমরা দুই বন্ধু মিলে প্রথমবারের মতো আগরতলায় পূজা দেখতে যাচ্ছি। হোটেলে আগে থেকেই রুম বুকিং করা আছে। এখন একটু কষ্ট হলে পূজার আনন্দ সেই কষ্ট ভুলিয়ে দেবে।

ইমিগ্রেশনে গিয়েও একই চিত্র লক্ষ্য করা গেছে। সেখানেও ঘণ্টার পর ঘণ্টা যাত্রীদের ভারত প্রবেশের জন্য প্রস্থানের সিল মোহর নিতে অপেক্ষা করতে দেখা গেছে।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের কর্মকর্তা মো. আলমগীর জানান, যাত্রীদের চাপে আমাদের হিমশম খেতে হচ্ছে। ভারত থেকে যাত্রী বাংলাদেশে আসার তুলনায় যাচ্ছেন বেশি।

india

ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিকুল ইসলাম জাগো নিউজকে জানান, দুর্গাপূজা উপলক্ষে সব যাত্রী এখন ভারতমুখি। গত দুইদিন ধরে স্বাভাবিকের চেয়ে কয়েকগুন বেশি যাত্রী পারাপার হচ্ছে।

আখাউড়ার মতো আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টেও বাংলাদেশি যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ভারতে আগমনের সিল মোহর নিতে এখানেও দীর্ঘসময় অপেক্ষা করতে হয়েছে। তবে সন্ধ্যায় আগরতলার ঝুম বৃষ্টি পূজা দেখতে আসা যাত্রীদের দুর্ভোগ যেন আরও বাড়িয়ে দিয়েছে।

আজিজুল সঞ্চয়/আরএআর/আইআই