ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সদ্য ভূমিষ্ঠ সন্তানকে টয়লেটে ফেললেন মা!

প্রকাশিত: ০২:৫৯ এএম, ১৭ জুন ২০১৫

মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরদী হাসপাতালে সদ্য ভূমিষ্ঠ সন্তানকে টয়লেটের প্যানের ভেতর ফেলে পালিয়ে গেলেন পাষণ্ড মা আফরোজা বানু। তিনি নতুন রূপপুর গ্রামের বাবুর স্ত্রী।  

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মৌসুমী জাগো নিউজকে জানান, সন্ধ্যায় আফরোজা বানু পেটের ব্যাথার কথা বলে হাসপাতালে ভর্তি হন। এসময় ডাক্তারদের সন্দেহ হলে তিনি গর্ভবতী কিনা জানতে চাইলে আফরোজা বানু তা অস্বীকার করেন।  পরবর্তীতে হাসপাতালেই তার পুত্রসন্তান ভূমিষ্ঠ হয়। এমতাবস্থায় আফরোজা বানু ওই শিশু সন্তানকে টয়লেটের প্যানের মধ্যে ফেলে দিয়ে পালিয়ে যান।

বিষয়টি নার্সরা টের পেয়ে দায়িত্বরত চিকিৎসকদের অবগত করলে মৃত অবস্থায় শিশু সন্তানকে প্যান থেকে উদ্ধার করা হয়।  হাসপাতাল ও সচেতন মহলের অনেকের ধারণা আফরোজা বানু হাসপাতালে ভর্তির সময় নাম-ঠিকানা ভুল দিয়ে থাকতে পারেন।  

কেনো আফরোজা এমন করলো তা জানা যায়নি। এ বিষয়ে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস জাগো নিউজকে জানান, আমরা বিষয়টি শুনেছি। তবে লিখিত অভিযোগ না পাওয়া পর্যন্ত থানা পুলিশ কোনো দায়িত্ব নেবে না।

আলাউদ্দিন আহমেদ/এমজেড/এমএস