নোয়াখালীতে ২৫ লিটার চোলাইমদসহ ১ জন আটক
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বজরা হসাপাতালের সামনে মঙ্গলবার রাতে পুলিশ তল্লাশি চালিয়ে একটি সিএনজি অটোরিকশা থেকে ২৫ লিটার চোলাইমদসহ আমিনুল ইসলাম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক আমিনুল ইসলাম সেনবাগ উপজেলার মহুয়া গ্রামের মৃত বজলের রহমানের ছেলে।
সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি হানিফুল ইসলাম জাগো নিউজকে জানান, মঙ্গলবার রাত ১০টার সময় উপজেলার বজরা ইউনিয়নের বজরা হাসপাতালের সামনে কর্তব্যরত পুলিশ একটি সিএনজি অটোরিকশা থেকে একটি কার্টুন নিয়ে একজন যাত্রী নামলে তার গতিবিধি দেখে তাদের সন্দেহ হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে তার কাছে থাকা কার্টুনটি তল্লাশি করে ২৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মিজানুর রহমান/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪