ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে রেলওয়ে বস্তিবাসীদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:৩৯ এএম, ১৭ জুন ২০১৫

চাঁপাইনবাবগঞ্জ শহরের রেলওয়ে বস্তিবাসীদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছে রেলওয়ে বস্তিবাসী। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকরে কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালীন সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, প্রায় ৩৫ বছর থেকে ওই বস্তিতে ছিন্নমূল কিছু মানুষ বসবাস করে আসছে। এখন রেলওয়ে কর্তৃপক্ষ উচ্ছেদ করে দিলে তাদের মাথা গোঁজার কোন জায়গা থাকবে না। তাই উচ্ছেদের আগে ওইসব বস্তিবাসীর পুনর্বাসনের দাবি জানান বক্তারা।
 
সমাবেশে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মিজানুর রহমান, রফিকুল ইসলাম, শাহজাহান আলী, শহীদুল হুদা অলক প্রমুখ। সমাবেশ শেষে জেলা প্রশাসক জাহাঙ্গীর কবিরের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।

এসএস/আরআইপি