আগৈলঝাড়ায় দুই বখাটের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি
বরিশালের আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ প্রমানিত হওয়ায় দুই বখাটেকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বরিশাল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এনায়েত উলাহ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ি গ্রামের হাসেম আলী ফকিরের ছেলে আমিনুল ইসলাম ও সুজনকাঠী গ্রামের মো.ওয়াজেদ আলী মোল্লার ছেলে নয়ন মোল্লা।
মামলা সূত্রে জানা যায়, ২০১০সালের ৯ মে সকালে রাস্তায় দাঁড়িয়ে আসামিরা স্কুলেগামী ছাত্রীদের উত্যক্ত করছিল। গ্রামবাসী তাদের আটক করে আগৈলঝাড়া থানা পুলিশের কাছে সোর্পদ করে।
আগৈলঝাড়া থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আকতারুজ্জামান তদন্ত করে আদালতে নন জি আর মামলা দায়ের করে। আদালতের বিচারক সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামিদের উপস্থিতিতে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি