দিনাজপুরে দেড় হাজার ফেনসিডিলসহ আটক ৩
প্রতীকী ছবি
দিনাজপুর শহরের কালুর মোড়ে প্রায় দেড় হাজার ফেনসিডিলসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। বুধবার সকাল সাড়ে ৯টায় শহরের কালুর মোড়ে অভিযান চালিয়ে র্যাব-১৩ এই মাদক ও মাদক ব্যবসায়ীদের আটক করে। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, সুশান্ত (৩৫), জয়ন্ত (৩২),সাধন (৩০) ।
সকাল সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর দিনাজপুর অঞ্চলের কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মাহমুদ রাজুর নেতৃত্বে র্যাব সদস্যরা দিনাজপুর শহরের কালুর মোড়ে অভিযান চালায়। এসময় উদ্ধার করা হয় প্রায় দেড় হাজার বোতল ফেন্সিডিল।
মেজর আব্দুল্লাহ আল মাহমুদ রাজু জানান, দীর্ঘদিন ধরে কালুর মোড় এলাকার নারায়ণের দুই ছেলে সুশান্ত (৩৫) ও জয়ন্ত (৩২) মাদক ব্যবসা করে আসছিলেন। এর আগেও কয়েকবার র্যাব অভিযান চালিয়ে তাদের আটক করতে ব্যর্থ হয়। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা দুই ভাই সুশান্ত ও জয়ন্ত এবং তাদের ভাতিজা সাধনকে আটক করতে সক্ষম হয় র্যাব।
এমদাদুল হক মিলন/এমজেড/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন