হিলি সীমান্তে ৩ অবৈধ অনুপ্রবেশকারী আটক
অবৈধ পথে ভারতে পাড়ি জমানোর সময় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বুধবার দুপুর ১টায় হিলি সিপি বিওপির সদস্যরা তাদের আটক করে।
আটকরা হলেন, নওগাঁ সদরের খিদিরপুর মহল্লার রামেন্দ্র নাথের ছেলে বরুন চন্দ্র (৩৮) ও একই এলাকার খুদিয়া ডাঙ্গা মহল্লার বিরেন চন্দ্রের ছেলে পলাশ চন্দ্র (৩০) এবং ঢাকা কেরাণীগঞ্জের খাগইল গ্রামের অশ্বিনী মল্লিকের ছেলে অজিত মল্লিক (৫২)।
বিজিবি হিলি আইসিপি বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আব্দুর জব্বার জানান, হিলি সীমান্তের কালিবাড়ী এলাকা দিয়ে ভারতে অবৈধ পথে পাড়ি জমানোর সময় বিজিবি সদস্যরা তাঁদের আটক করেন।
এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন