সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রতীকী ছবি
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, সলঙ্গা থানার তেলকুপি গ্রামের সোবাহান আলীর স্ত্রী মানিকজান বেগম (৪৫) ও নাটোর সদরের ফুলচর এলাকার ছাবেদ হাসান (৬২)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব হাসান জানান, বুধবার বেলা দেড়টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় একটি পিকআপ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী মানিকজান বেগম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হন আরো ৩ যাত্রী। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে।
অপরদিকে, হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, একই সময় ঢাকা থেকে নাটোরগামী একটি যাত্রীবাহী বাস হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার ৯নং ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে যায়। এসময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ছাবেদ আলী নিহত ও অন্তত ৭ জন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বাসটির একাংশ ব্রিজের নিচের পানিতে ডুবে যাওয়ায় নাটোরের গুরুদাসপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে তল্লাশি করে। তবে তারা কাউকে খুঁজে পায়নি। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাদল ভৌমিক/এসএস/আরআই