ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ১০:৩৭ এএম, ১৭ জুন ২০১৫

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা মফিজ উল্লাহকে (৬০) হত্যার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ। বুধবার সকালে জেলা ছাত্রলীগের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনীতে এলাকায় এসে এক সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নুর উদ্দিন চৌধুরী নয়ন, আবদুল মতলব, রাছেল মাহমুদ মান্না, যুবলীগ নেতা একেএম সালাহ উদ্দিন টিপু, শেখ জামাল রিপন, ছাত্রলীগ নেতা চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, আশরাফ হোসেন, রাকিব হোসেন লোটাস ও শাহাদাত হোসন শরীফ প্রমুখ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধূরী নয়ন বলেন, শীর্ষ সন্ত্রাসী লাদেন মাছুম বাহিনী পরিকল্পিতভাবে আওয়ামী লীগ নেতা মফিজ উল্লাহকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে প্রশাসনের প্রতি আমরা দাবি জানিয়েছি।

এ ব্যাপারে জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর সার্কেল) জুনায়েত কাউছার বলেন, পেশাদার খুনিরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। ঘটনাটি তদন্ত চলছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বশিকপুরের বালাইশপুর গ্রামে মঙ্গলবার রাত ৯টার দিকে মসজিদে নামাজ আদায় করে বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা মফিজ উল্লাহকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে। এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়।

কাজল কায়েস/এআরএ/আরআই