অবৈধ অস্ত্র রাখায় ৪ জনের কারাদণ্ড
নাটোরে অবৈধ অস্ত্র রাখার অপরাধে তিনজনকে ১৭ বছর এবং ১ জনকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। এ সময় অপর এক নারীকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
সোমবার বিকেল ৩টার দিকে নাটোর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ নুরুজ্জামান সরকার এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের কানাইখালি এলাকার মৃত সাদেক শেখ’র ছেলে জেম ওরফে জেমস (২৯), রাজশাহীর আমনুরা এলাকার আনারুল ইসলামের ছেলে রেজাউল করিম প্রিন্স (৩০), নাটোর শহরের মল্লিকহাটি পশ্চিমপাড়া এলাকার বুলবুল প্রামাণিকের ছেলে সাকিল ওরফে সজিব (২৮) এবং একই এলাকার আকতার শেখের ছেলে রবিউল শেখ ওরফে কটু (৩২)। এছাড়া খালাসপ্রাপ্ত হলেন- রবিউল শেখের স্ত্রী নাজমা বেগম।
নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০১৭ সালের ১১ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ নাটোর ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) শৈলেন চন্দ্র দেবসহ র্যাব সদস্যরা শহরের মল্লিকহাটি এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় ৪টি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটারগান, ৯টি ম্যাগাজিন এবং ১৬ রাউন্ড গুলিসহ মোট ৫ জনকে আটক করে। পরে বিশেষ ক্ষমতা আইনের আওতায় নাটোর সদর থানায় অস্ত্র মামলা করা হয়। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক ৩ জনকে ১৭ বছর, একজনকে ১০ বছর এবং একজনকে বেকসুর খালাস দেন।
রেজাউল করিম রেজা/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবি জমিয়ত নেতার
- ২ বেনাপোল দিয়ে তিনদিনে সাড়ে ৪ হাজার পাসপোর্টধারী যাতায়াত
- ৩ নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ দ্রুত বাস্তবায়নের তাগিদ ব্যবসায়ীদের
- ৪ মাদারীপুর থেকে লুণ্ঠিত ৪৬২ গ্যাস সিলিন্ডার আশুলিয়ায় উদ্ধার
- ৫ স্ট্যাম্পে অঙ্গীকার দিয়ে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা