ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় বজ্রপাতে নিহত ১

প্রকাশিত: ১১:৩৯ এএম, ১৭ জুন ২০১৫

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্য কুমেদপুর গ্রামে বজ্রপাতে আলম মিয়া (৩৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত আলম মিয়া ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানায়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় সাহার বাজার থেকে তিনি বাড়ি ফিরছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে তিনি আহত হন। এরপর আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

অমিত দাশ/এসএস/আরআই