ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পটুয়াখালীতে ১০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৩:০০ পিএম, ০২ অক্টোবর ২০১৭

 

পটুয়াখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকারের অপরাধে ১০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে পায়রা নদীতে এ অভিযান পরিচালিত হয়।

পৃথক এই অভিযানে ১৩টি কারেন্ট জাল ও ৫টি বেন্দিজাল উদ্ধার করে পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বাকাহীদ হোসেন। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. মশিউর রহমান উপস্থিত ছিলেন। পরে জব্দ করা এসব জাল পুড়িয়ে ফেলা হয়।

এ বিষয়ে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বাকাহীদ হোসেন জাগো নিউজকে বলেন, ইলিশের প্রজনন মৌসুমকে নিরাপদ করতে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। ১ থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/আরআইপি