পাবনায় চরমপন্থি নেতার ১৭ বছরের সশ্রম কারাদণ্ড
প্রতীকী ছবি
পাবনায় অস্ত্র ও গুলি বহনের মামলায় চরমপন্থি নেতা কামাল হোসেন ওরফে কামালের (৩২) ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বিকেলে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ মো. ইমরান হোসেন চৌধুরী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত কামাল হোসেন পাবনার আতাইকুলা থানার সোনাপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ।
মামলার রায়ে বলা হয়, ২০১১ সালের ২৭ ডিসেম্বর একটি দোনলা বন্দুক এবং ৪ রাউন্ড গুলিসহ পুলিশ কামালকে গ্রেফতার করে। এ ব্যাপারে আতাইকুলা থানায় অস্ত্র আইনে মামলা হওয়ার পর ১০ জনের সাক্ষ্য প্রমাণ শেষে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ মো. ইমরান হোসেন চৌধুরী অস্ত্র বহনের জন্য ১০ বছর এবং গুলির জন্য ৭ বছর সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট খন্দকার জাহিদ রানা। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার।
একে জামান/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তাহাজ্জুদের পর একটি দল ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে
- ২ ভোটের দিন কোনো চিল ছোঁ মেরে ভোট নিয়ে যাবে তা হবে না
- ৩ দিল্লিতে অফিস খুলে হাসিনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন
- ৪ মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান, বিপুল সমাগমের আশা
- ৫ আজ মুক্তি মিলছে না সাদ্দামের, জামিনের চিঠি যশোর কারাগারে আসেনি