ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ১৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০২ অক্টোবর ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক হাজার ৬০০ পিস ইয়াবাসহ হোসেন মিয়া (৫৮) ও বকুল মিয়া (২৮) নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার সন্ধ্যায় উপজেলার মূলগ্রাম বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হোসেন মিয়া ওই উপজেলার নেমায়তপুর গ্রামের পূর্বপাড়া মহল্লার মৃত আবু তাহেরের ছেলে ও বকুল মিয়া একই উপজেলার ডাবিরঘর গ্রামের দক্ষিণপাড়া মহল্লার হিরণ মিয়ার ছেলে।

মাদকদব্র নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে জানান, সন্ধ্যায় মূলগ্রাম বাজার এলাকা থেকে ক্রেতা সেজে অভিযান চালিয়ে হোসন মিয়া ও বকুল মিয়াকে এক হাজার ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তারা দুজনেই মাদক কারবারের সঙ্গে যুক্ত। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কসবা থানায় মামলা করা হয়েছে।

আজিজুল সঞ্চয়/এএম/আরআইপি