ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পিরোজপুরে পান চাষিদের সমাবেশ

প্রকাশিত: ১২:১২ পিএম, ১৭ জুন ২০১৫

ভারত থেকে পান আমদানি বন্ধের দাবিতে পিরোজপুরের পান চাষীরা সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে। বুধবার সকালে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পিরোজপুর জেলা পান চাষি সমিতি এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে জেলা পান চাষি সমিতির আহ্বায়ক নিমাই মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির সদস্য গৌত্তম তাম্বুলী, সমর সমদ্দার, ফারুখ হোসেন, সূর্য কান্তি বিশ্বাস, অনন্ত সিকদার প্রমুখ।

পরে সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবর এক স্মারকলিপি প্রদান করেন।

হাসান মামুন/এআরএ/আরআইপি