ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দশমিনায় ইলিশ শিকারের দায়ে ৪ জেলের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০২:৫৫ এএম, ০৪ অক্টোবর ২০১৭

পটুয়াখালীর দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে চার জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের জরিমানাও করা হয়।

মঙ্গলবার তেতুলিয়া নদীতে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।

অভিজানে নূর হোসেন ও আবুল কালামকে এক বছর করে কারাদণ্ড এবং সানজিৎ ও আব্দুর রহমানকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ জামান। এ সময় তাদের কাছ থেকে ১৫শ’ মিটার কারেন্ট জাল উদ্ধার করে তা পুড়িয়ে ফেলা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জাগো নিউজকে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় অভিযান চালিয়ে চার জেলেকে জেল-জরিমানা করা হয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এআরএস/আইআই