সূবর্ণচরে গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু
নোয়াখালীর সূবর্ণচরে গণপিটুনিতে বাবুল মাঝি (১৯) নামে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নুরুজ্জামান (২৫) নামে এক মোটরসাইকেল চালক আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার চরওয়াপদা এলাকার দাসের হাট এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত বাবুল মাঝি উপজেলার চরজুবলী ইউনিয়নের পশ্চিম চর জুবলী গ্রামের আবুল মাঝির ছেলে।
আহত মোটরসাইকেল চালক নুরুজ্জামানকে চরজাব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, রাত ১০টার সময় হাতিয়ার ভূমিহীন বাজার থেকে শেখ বাবুলসহ ২ যাত্রী সূবর্ণচর আসবে বলে নুরুজ্জামানের মোটরসাইকেল ভাড়া করে ওঠেন। পথে সূবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের দাসেরহাট এলাকায় আসা মাত্রই মোটরসাইকেলে থাকা বাবুল চালক নুরুজ্জামানকে পেছন থেকে ছুরিকাঘাত করনে। এসময় ওই স্থানে আগে থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারী চক্রের সদস্যরা নুরুজ্জামানকে কুপিয়ে জখম করে তার মোটরসাইকলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন এবং ছিনাতাইকারীদের ধরে ফেলেন। এদের মধ্যে গণপিটুনিতে বাবুল মারা যান।
চরজাব্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জাগো নিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মিজানুর রহমান/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪