নিখোঁজের ২ দিন পর মিলল অটোচালকের মরদেহ
শেরপুরে নিখোঁজের দুইদিন পর নদী থেকে আশরাফ আলী (৫০) নামে এক ইজিবাইক চালকের মরদহে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ছনকান্দা এলাকার মৃগী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা হাসপাতাল মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত আশরাফ আলী সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা কান্দাপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের সময় নিহতের গলায় গামছা পেঁচানো ছিল এবং গলাসহ শরীরে জখমের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তাকে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে। এ ঘটনায় রাতেই আশরাফ আলীর ছেলে রাজু মিয়া বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, ২ অক্টোবর সকালে আশরাফ আলী ব্যাটারীচালিত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে শহরে বের হয়। ওইদিন রাতে ইজিবাইক নিয়ে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়।
পরদিন তার নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। বুধবার সন্ধ্যায় মৃগী নদীর ছনকান্দা অংশে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ সেখান থেকে ওই মরদেহ উদ্ধার করে থানায় আনলে খবর পেয়ে পরিবারের লোকজন নিখোঁজ আশরাফ আলীর মরদেহ বলে শনাক্ত করেন।
ওসি আরও জানান, নিহত আশরাফ আলীর গলায় গামছা পেঁচানোসহ শরীরে জখম থাকায় ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ মৃগী নদীতে ফেলে ইজিবাইকটি নিয়ে গেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেফতারে তৎপরতা চলছে বলেও জানান ওসি।
হাকিম বাবুল/এএম/আইআই