মুন্সীগঞ্জে ২৮০ কেজি ইলিশ জব্দ, ১৯ জেলেকে জরিমানা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২৮০ কেজি মা-ইলিশ ও ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৯ জেলেকে জরিমানা করা হয়। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন জানান, রাত থেকে সকাল পর্যন্ত লৌহজং অংশের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৮০ কেজি মা-ইলিশ জব্দ, ১৯ জন জেলেকে এক হাজার টাকা করে জরিমানা ও ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে পদ্মা নদীর পাড়ে জব্দকৃত জাল পুড়িয়ে বিনিষ্ট করা হয় এবং উপজেলার বিভিন্ন এতিমখানায় ইলিশ বিতরণ করা হয়।
অভিযানে অন্যদের মধ্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, সহকারী মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদারসহ কোস্টগার্ড সদস্যরা অংশ নেন।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/আইআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, নেপথ্যে ইয়াছিন বাহিনী
- ২ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৩ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৪ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৫ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ