ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সীগঞ্জে ইসলামী ব্যাংক ঘেরাও

জেলা প্রতিনিধি | মুন্সীগঞ্জ | প্রকাশিত: ১২:৫৫ পিএম, ০৫ অক্টোবর ২০১৭

ইসলামী ব্যাংক মুন্সীগঞ্জ শাখার কর্মকর্তাদের জালিয়াতির শিকার শতাধিক ভুক্তভোগী গ্রাহকদের সংবাদ সম্মেলন ও ব্যাংক ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।

এ নিয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনের সভাকক্ষে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

এদিকে, সংবাদ সম্মেলন শেষে মৌনমিছিল করে ভুক্তভোগীরা। সেই সঙ্গে মিছিল নিয়ে ইসলামী ব্যাংক মুন্সীগঞ্জ হাটলক্ষ্মীগঞ্জ শাখার কার্যালয়টি ঘেরাও করেন তারা। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ভুক্তভোগী মো. নাজিম উদ্দিন মাদবর বলেন, আমরা ১১৭ জন গ্রাহক। প্রত্যেকের নামে ৫০ হাজার টাকার পরিবর্তে ৩ লাখ টাকা লোন তুলে জালিয়াতির মাধ্যেমে ইসলামী ব্যাংক ফিল্ড অফিসার শহিদুল ইসলাম টিটু প্রায় সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, শহিদুল ইসলাম টিটু আমাদের লোন করিয়ে দেবেন বলে আমাদের সকলের কাছ থেকে ছবি জাতীয় পরিচয়পত্র নিয়ে যান এবং বেশ কয়েটি ফরমে সই নিয়ে যান। টিটু মহাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান থাকাকালীন আমাদের নামে ট্রেড লাইসেন্স বানিয়ে সকলের নামে ব্যাংক থেকে লোন উঠিয়ে টাকা আত্মসাৎ করেন।

ভুক্তভোগীরা বলেন, ব্যাংকের ওই কর্মকর্তা আমাদের কারও নামে ৩ লাখ আবার কারও নামে ৫ লাখ টাকা করে উত্তোলন করে যা আমরা কেউ জানি না। এ বিষয়ে ব্যাংক কর্তৃক আমাদের ১১৭ জনের নামে চিঠি ইস্যু করার পর জানতে পারি ইসলামী ব্যাংক থেকে আমরা লাখ লাখ টাকা লোন নিয়েছি।

এ বিষয়ে ইসলামী ব্যাংক ম্যানেজার মো. সোলেমান মিয়া জানান, ব্যাংক ফিল্ড অফিসার শহিদুল ইসলাম টিটুর বিরুদ্ধে ২ কোটি ৫০ লাখ টাকার মামলা হয়েছে। ইতোমধ্যে মামলা দুদুকে চলে গেছে। সাধারণ মানুষের টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করার কারণে ব্যাংক বাদী হয়ে এ মামলা করে। এ বিষয়ে দুদুকের তদন্ত চলছে বলেও জানান তিনি।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আইআই