গাইবান্ধায় হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেফতার
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির চার পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি জামায়াত নেতা মাওলানা মো. ইউনুস আলীকে (৫৮) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ শিবরাম গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ইউনুস আলী ওই গ্রামের মৃত্যু মঙ্গল দেওয়ানীর ছেলে। সে ওই উপজেলা জামায়াতের আমির।
সুন্দরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল জলিল জানান, ইউনুস আলী চার পুলিশ হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে বামনডাঙ্গা আওয়ামী লীগ অফিস ভাঙচুরসহ একাধিক নাশকতা মামলা রয়েছে। এসব মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত-শিবির কর্মীরা বামনডাঙ্গাসহ উপজেলার বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায়। ওই দিন বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে সহস্রাধিক সশস্ত্র জামায়াত-শিবিরকর্মী ঢুকে চার পুলিশ কনস্টেবলকে কুপিয়ে হত্যা করে।
অমিত দাশ/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি