জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার
জয়পুরহাট পৌর শহরের খঞ্জনপুর এলাকা থেকে শামীম হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শামীম জয়পুরহাট পৌর এলাকার চকগোপাল মহল্লার মৃত মোজাহার আলীর ছেলে।
জয়পুরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, সকালে এলাকাবাসী মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও জানান, নিহত শামীম হোসেন দীর্ঘদিন থেকে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা যোগাড়ের জন্য রাতের কোনো এক সময় খঞ্জনপুর এলাকায় বৈদ্যুতিক খুঁটি থেকে বাল্ব চুরি করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
রাশেদুজ্জামান/আরএআর/পিআর