ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শ্বশুরবাড়িতে এসে রহস্যজনক মৃত্যু

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০১:০১ পিএম, ০৬ অক্টোবর ২০১৭

পাবনা শহরের জুবিলী ট্যাংক পুকুর থেকে ভাসমান অবস্থায় দেলোয়ার হোসেন শুকুর আলী (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দেলোয়ার হোসেন রংপুর কোতয়ালি থানা পুলিশের পীরপুর গ্রামের রোস্তম আলীর ছেলে।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দেলোয়ার হোসেনের শ্বশুরবাড়ি পাবনা শহরের শালগাড়িয়ায়। তার শ্বশুরের নাম ইশারত আলী। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তিনি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে রাতে পাবনায় পৌঁছান। তিনি সাঁতার জানতেন না। এছাড়া হার্টের রোগী ছিলেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পুকুরে কীভাবে এবং কেন তিনি গেলেন তা রহস্যজনক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

একে জামান/আরএআর/জেআইএম