চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় সত্যাপ্রিয় দাশ তপু (২৫) নামের কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর বহদ্দার হাট ফ্লাইওভার সংলগ্ন এরাকায় এ ঘটনা ঘটে। নিহত তপু চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন মাহমুদ বলেন, রৌশন বডিং এলাকায় রাস্তা পার হওয়ায় সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তপুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। তপু কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার গৌরব ঘাটা এলাকার মৃত স্বপন দাশের ছেলে। ট্রাকের সহকারীকে আটক করা হয়েছে বলে জানান তিনি ।
এসএইচএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি