ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০২:০৯ পিএম, ১৮ জুন ২০১৫

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় সত্যাপ্রিয় দাশ তপু (২৫) নামের কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর বহদ্দার হাট ফ্লাইওভার সংলগ্ন এরাকায় এ ঘটনা ঘটে। নিহত তপু চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন মাহমুদ বলেন, রৌশন বডিং এলাকায় রাস্তা পার হওয়ায় সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তপুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। তপু কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার গৌরব ঘাটা এলাকার মৃত স্বপন দাশের ছেলে। ট্রাকের সহকারীকে আটক করা হয়েছে বলে জানান তিনি ।

এসএইচএস/পিআর