ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অ্যাম্বুলেন্সের ভেতর ৭ মণ ইলিশ

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০১:৪২ পিএম, ০৭ অক্টোবর ২০১৭

পাবনার বেড়া উপজেলায় ৭ মণ ইলিশ মাছ অ্যাম্বুলেন্সযোগে পাচারকালে মোয়াজ্জেম হোসেন নামের এক কলেজশিক্ষকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকেলে বেড়া উপজেলার বাঁধেরহাট নামক স্থান থেকে আমিনপুর থানা পুলিশ তাদের আটক করে।

পুলিশের ভাষ্য, শনিবার দুপুরে তাদের কাছে গোপন সংবাদ আসে, স্থানীয় একটি ক্লিনিকের অ্যাম্বুলেন্স ব্যবহার করে অবৈধভাবে ইলিশ বহন করে আনা হচ্ছে।

এমন সংবাদ পেয়ে পুলিশ আমিনপুর থানার অদূরে বাঁধেরহাটে অবস্থান নেয়। পরে অ্যাম্বুলেন্সটি সেখানে এলে তল্লাশি চালিয়ে সাত মণ ইলিশ উদ্ধার করা হয়। এ সময় সৈয়দপুর স্কুল অ্যান্ড কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোয়াজ্জেম হোসেনসহ পাঁচজনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড এম তাজুল হুদা বলেন, অভিনব পদ্ধতিতে ইলিশ কেনার এ সংবাদে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে উদ্ধার ইলিশগুলো এতিমখানায় বিতরণ করা হয়।

একে জামান/এএম/জেআইএম