ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আ.লীগ নেতা ইকবাল হোসেন অপুর বাবার ইন্তেকাল

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৯:০৩ এএম, ০৮ অক্টোবর ২০১৭

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপুর বাবা শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সুলতান হোসেন মিয়া আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ মেডিকেলে কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি এক ছেলে, চার মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ রোববার বাদ জোহর প্রথম নামাজের জানাজা শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সামনে হয়েছে। এরপর বাদ আছর দ্বিতীয় নামাজের জানাজা সদর উপজেলা চন্দ্রপুর রণখোলা গ্রামে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে চন্দ্রপুর মিয়াবাড়ির পারিবারিক কবরস্থানে সুলতান হোসেন মিয়াকে দাফন করা হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপুর বাবা অ্যাডভোকেট সুলতান হোসেন মিয়ার মৃত্যুতে দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এছাড়া শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (গেড়িলা আজাদ), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট মো. মাসুদুর রহমানসহ বিভিন্ন দলের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করেছেন।

মো. ছগির হোসেন/এফএ/পিআর

আরও পড়ুন