ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কালিহাতীতে দুর্বৃত্তের আগুনে বিদ্যালয় পুড়ে ছাই

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৯:৫৬ এএম, ০৮ অক্টোবর ২০১৭

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ১২১নং বাঁশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষ দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রোববার ভোরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন নেভায় স্থানীয়রা।

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আগুন দেয়ার ঘটনায় শিক্ষার্থীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। ভয়ে বিদ্যালয়ে আসেনি বেশিরভাগ শিক্ষার্থী। এদিকে শ্রেণিকক্ষে আগুন দেয়ার ঘটনায় এলাকায় চলছে নিন্দার ঝড়।

বাঁশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. জায়েদা খাতুন জানান, এটি নিন্দনীয় ঘটনা। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হাছেন আলী জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই বাঁশী গ্রামের কতিপয় ব্যক্তি বিদ্যালয়ের জায়গা নিজেদের দাবি করে বিভিন্ন সময় বিদ্যালয়ের সম্পদের ক্ষতি করে আসছে।

বিদ্যালয়ের সভাপতি যুবলীগ নেতা আব্দুল জলিল বলেন, গ্রামের একটি পক্ষ বিদ্যালয়ের জায়গা জোরপূর্বক দখল করে রাখতে চেয়েছিল। কিন্তু ওই জায়গা নিজেদের দখলে না নিতে পেরে তারা বিদ্যালয়ের ক্ষতি করার জন্য উঠেপড়ে লেগেছে। আমাদের ধারণা তাদের পক্ষেই এ ধরনের ঘৃণিত কাজ করা সম্ভব।

এ প্রসঙ্গে কালিহাতী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল হক জানান, বিদ্যালয়ের আগুন দেয়ার ঘটনা আমি শুনেছি। এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন আমি তাদের কঠিন শাস্তি দাবি করছি।

আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম