ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সোনাগাজীতে অস্ত্রসহ জলদস্যু গ্রেফতার

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১২:০৯ পিএম, ১৯ জুন ২০১৫

সোনাগাজীতে অস্ত্রসহ জলদস্যু জসিম উদ্দিনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।  শুক্রবার বিকেলে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ভূঁইয়ার বাজার এলাকা থকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।  এসময় একটি বিদেশি শর্টগান ও এক রাউন্ড কার্তুজসহ জসিম উদ্দিনতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জসিম উপকূলীয় অঞ্চলের চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।  তার বিরুদ্ধে সোনাগাজী থানায় একাধিক মামলা রয়েছে।  তিনি একই ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের ভূঁইয়া বাজার এলাকার মোহাম্মদ মোস্তফার ছেলে।

সোনাগাজী মডেল থানা পরিদর্শক নবীর হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জহিরুল হক মিলু/ এমএএস/পিআর