ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পলাশবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: ০২:৪০ পিএম, ১৯ জুন ২০১৫

গাইবান্ধার পলাশবাড়ীতে ইয়াবাসহ বাবু মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করছে র‌্যাব। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের আমলাগাছী হাইস্কুল মাঠ থেকে তাকে আটক করা হয়। আটক বাবু উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর গ্রামের আব্দুল মিয়ার ছেলে।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (এডি) আশরাফ হোসেন ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে  ১৯০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক বাবু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলেও জানান তিনি।

অমিত দাশ/এআরএ/পিআর