কুষ্টিয়ায় সাংবাদিক দম্পতির ওপর হামলা
পৈতৃক সম্পত্তি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে কুষ্টিয়ায় সাংবাদিক দম্পতির ওপর হামলা চালিয়ে মারধর ও নগদ টাকাসহ মালামাল লুট করেছে সন্ত্রাসীরা।
সাংবাদিক দম্পতির ওপর হামলার ঘটনায় কুষ্টিয়া সদর থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেন।
খোঁজ নিয়ে জানা যায়, ‘দৈনিক ইনকিলাব’ পত্রিকার কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার ও স্থানীয় ‘দৈনিক দেশভূমি’ পত্রিকার সম্পাদক এস এম আলী আহসান পান্নার সঙ্গে তার ভাইদের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল।
পৈতৃক সম্পত্তি নিষ্পত্তি নিয়ে কুষ্টিয়া কোর্টে দেওয়ানি মামলা রয়েছে এবং নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালতের স্থিতিবস্থা জারি করা রয়েছে। সাংবাদিক পান্না ও তার স্ত্রী নাহিদ আক্তার জুইলী অভিযোগ করেন, ৭ অক্টোবর শনিবার দুপুর ১২টার দিকে পূর্ব মজমপুরের ১৮৮ মফিজ উদ্দিন বিশ্বাস লেনের মৃত আলী আহমদের ছেলে এস এম মোহাম্মদ আলী, এস এম হাফিজ আহামেদ ওরফে জুলফিকার আলী, মুসলিমা পারভীন রুমানা খানমসহ স্থানীয় কয়েকজন সন্ত্রাসী লোহার রোড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাংবাদিক আলী আহসান পান্নার ওপর হামলা চালায়।
এ সময় তার স্ত্রী সাপ্তাহিক গড়াই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাহিদ আক্তার জুইলী এগিয়ে আসলে সন্ত্রাসীরা দুইজনের ওপর হামলা-মারধর ও বাড়ির আসবাবপত্র, টেলিভিশন ভাঙচুর ও আলমারির তালা ভেঙে নগদ ৪৫ হাজার টাকাসহ সোনার গহনা লুট করে নেয়।
এ সময় সাংবাদিক দম্পতির চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে হামলাকারীরা তাদের অস্ত্রের ভয় দেখিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় সাংবাদিক সম্পাদক এস এম আলী আহসান পান্না কুষ্টিয়া সদর থানায় মামলা করতে গেলে পুলিশ কোর্টে মামলা করার পরামর্শ দেন।
মঙ্গলবার সকালে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফএম মেজবাউল হকের আদালতে হাজির হয়ে সাংবাদিক সম্পাদক এস এম আলী আহসান পান্না বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন।
এ ব্যাপারে সাংবাদিক সম্পাদক এস এম আলী আহসান পান্নার স্ত্রী সাপ্তাহিক গড়াই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাহিদ আক্তার জুইলী বলেন, আমরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে রয়েছি। সন্ত্রাসীরা আমাদের জীবননাশ করতে পারে বলে আশঙ্কা রয়েছে।
আল-মামুন সাগর/এএম/আইআই