ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জামায়াত নেতা সুবহানের পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৯ ডিসেম্বর

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০২:৩৫ পিএম, ১০ অক্টোবর ২০১৭

মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা আব্দুস সুবহানের বিরুদ্ধে পাবনার একটি হামলা-ভাঙচুরের মামলায় মঙ্গলবার সাক্ষ্য গ্রহণ শেষে পুনরায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত।

আসামি পক্ষের প্রধান আইনজীবী সুলতান মাহমুদ খান এহিয়া জানান, মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিনে বেলা সাড়ে ১২টার দিকে মাওলানা সুবহানকে পাবনার আমলী আদালত-১ এ হাজির করা হয়।

এ সময় আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চারজনের সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ১৯ ডিসেম্বর পুনরায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এ সময় মাওলানা আব্দুস সুবহান কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

চলতি বছরের গত ১১ এপ্রিল প্রথমবারের মতো ও ২১ জুন দ্বিতীয়বারের মতো এই মামলায় মাওলানা সুবহানের পক্ষে জামিন আবেদন করা হলে নামঞ্জুর করে তার বিরূদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেয় আদালত।

২০০৩ সালের ৩০ আগস্ট পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তিনটি গ্রামের ১৮২টি বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

ওই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বাদী হয়ে মাওলানা সুবহানকে প্রধান আসামিসহ ৩১ জনের বিরূদ্ধে ২০১২ সালের ২ এপ্রিল পাবনা সদর থানায় একটি মামলা করেন।

একে জামান/এএম/এমএস