নৌ চাঁদাবাজদের বিরুদ্ধে নৌ পুলিশের কঠোর হুশিয়ারি
নারায়ণগঞ্জে বালু মহাল ইজারাদার নামধারী নৌ চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন নৌ পুলিশ সুপার (পূর্ব বিভাগ) এম এ মান্নান পিপিএম। তিনি বলেছেন, নদীতে যারা অবৈধভাবে টোকেন কাটার নামে বল প্রয়োগ করবে নৌ পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিবে। তাদেরকে কোনভাবেই ছাড় দেয়া হবে না।
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে নৌ নিরাপত্তা নিশ্চিতকল্পে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ নদী বন্দরের ভিআইপি জেটিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আপনাদের বালু মহাল ইজারা নেয়ার সিস্টেমে সমস্যা রয়েছে। সেটি আমরা খতিয়ে দেখবো। আর আপনারা যাদেরকে নদীতে টোকেন কাটার জন্য নিয়োগ দেন তাদেরকে নির্দেশনা দিয়ে দিবেন যাতে তারা নির্দিষ্ট সীমানার বাইরে গিয়ে জোরপূর্বক টোকেন না কাটে। এছাড়া শীতলক্ষ্যার দুই তীরের শিল্পকারখানার জন্য চ্যানেল ক্ষতিগ্রস্ত হলে আমরা ব্যবস্থা নেব।
সভাপতির বক্তব্যে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাভেদুর রহমান বলেন, নৌ চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। ডিআইজি সাহেবের নির্দেশ রয়েছে প্রথমে ধাওয়া করতে এবং প্রয়োজনে গুলি চালাতে। আজকে মুন্সিগঞ্জে এমন ঘটনা ঘটেছে। যারা ইজারাদার তারা তাদের সীমানার বাইরে নদীতে টোকেন কাটলে তাদের ধরে নিয়ে আসবো। সন্ধ্যার পরে কোন নৌযান চলবে না।
এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি বদিউজ্জামান বাদল, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক গোলাম মোস্তফা, কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাহমুদ হোসেন, বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ শিকদার, জাহাজী শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি অহিদুর রহমান মাস্টার প্রমুখ।
মো. শাহাদাৎ হোসেন/এসএস/আরআইপি